তোফাজ্জল হোসেন, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি নতুন কৌশল হ্যাক করে টাকা আদায়ের প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে মদন থানার ওসি তার আইডি হ্যাক হওয়ার প্রেক্ষিতে তার থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ, গতকাল শুক্রবার ওসি মদন নামের অফিসিয়াল আইডি হ্যাক করে হ্যাকার মদন থানার এস আই বাবুলের নিকটসহ ফ্রেন্ডলিস্টে থাকা বিভিন্ন ব্যাক্তির কাছে প্রতারণা মূলক ডার্চ বাংলা ব্যাংক একাউন্ট ১৬৪৫-৭৬৭৩৫৫ নম্বর পাঠিয়ে অর্থ দাবি করে। এ ঘটনায় ওসি মোঃ রমিজুল হক সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আইডির পাস-ওয়ার্ড পরিবর্তন করেন এবং আইডি থেকে প্রতারণার ঘটনা প্রকাশ করে জনগণকে সর্তক করেন।
ওসি মোঃ রমিজুল হক জানান, আমার এক সহকর্মীর মাধ্যমে ফেসবুক আইডি হ্যাক হওয়ার খবর পেয়েছি। খবর পেয়েই তাৎক্ষণিক আইডির পাস-ওয়ার্ড পরিবর্তন করে হ্যাক হওয়ার বিষয়টি সবাইকে জানিয়ে দিয়ে সর্তক করেছি। থানায় একটি ডায়রি করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি।