রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে চার বছরের সাজাপ্রাপ্ত মো.অারিফ (৩৪) নামে এক অাসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অাসামী অারিফ মিয়া পৌর শহরের গাছতলাঘাট এলাকার মজিবুর রহমানের ছেলে ।
মঙ্গলবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৯ টায় দিকে এসঅাই মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গাছতলাঘাট এলাকা থেকে পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ১৫ জুলাই কিশোরগঞ্জ জেলার ১ম শ্রেণীর বিচারিক অাদালত-৩ এর বিজ্ঞ বিচারক ভৈরব থানায় দায়েরকৃত মামলা যার নাম্বার ৮(১)১৬।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অাইনের ১৯ (১) এর ৯ (ক) ধারায় ধৃত অাসামীকে ৪ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে ।
ভৈরব থানা অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান জানান, পলাতক সাঁজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের পর কিশোরগঞ্জ অাদালতে পাঠানো হয়েছে ।