রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে বাড়ি থেকে ডেকে নিয়ে শাহিন মিয়া (২০) নামে এক রাজমিস্ত্রিকে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত শাহিন মিয়া পৌর শহরের কালিপুর মধ্যপাড়ার মৃত নুরুল ইসলাম (নুরু মিয়া) মিয়ার ছেলে।
নিহত শাহিনের মা শর্বান বানু জানান, দীর্ঘদিন ধরে আমার ছেলে ইজ্জত আলী এর ছেলে শামীমের সাথে রাজমিস্ত্রির কাজ করতেন । কাজের টাকা নিয়ে তার সাথে ঝগড়া ছিল। এর জের ধরে গতকাল রাতে শামীমসহ আরো কয়েকজন মিলে আমার ছেলেকে রাত ১০ টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বাড়িতে আসতে দেরি হলে আমি তাকে খুজতে বের হয়। এরপরই প্রতিবেশীদের চিৎকার শুনে এলাকার কবরস্থানে পাশে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে এলাকাবাসীর সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা দেন।
ভৈরব উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক ডা.রায়না মাছনুম জানান, গুরুতর আহত অবস্থা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
ভৈরব থানা তদন্ত কর্মকর্তা বাহালুল খান বাহার জানান, ঘটনার খবর শুনে তাৎক্ষনিক হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে আসা হয়। ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।