রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে কোরবানীর গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কায় ফেলা উদ্দিন (৩০ ) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ।
সে রংপুর জেলার পীরগঞ্জ থানার চর রাঙামাটি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।
আজ রোববার গভীর রাতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের শুম্ভুপুর পাক্কামাথা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ সুত্রে জানা গেছে, কোরবানীর গরু বোঝাই করা ট্রাকটি (যার নাম্বার ঢাকা মেট্রো -ট ১১-৯৭৭৫) রংপুর থেকে সিলেটে যাওয়ার পথে ট্রাকচালক হঠাৎ ঘুমিয়ে পড়লে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের শুম্ভুপুরের পাক্কামাথা এলাকার সড়কের পাশে থাকা গাছের ধাক্কায় ট্রাকের উপরে বসে থাকা গরুর ব্যবসায়ীর সহকারি ফেলা উদ্দিন ঘটনাস্থলেই নিহত হয়। এসময় আবু মিয়া ও হারুন মিয়া নামে দুইজন গরু ব্যবসায়ী আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকচালক ঘুমিয়ে যাওয়া ফলে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।