‘যতটুকু শিখেছি পরিবার থেকে, কেউ যদি অভদ্র ভাবে কিছু করে তাহলে সেটা ভদ্রভাবে ধরিয়ে দিতে হয়। ফলে আমরা যদি অভদ্রতা করে থাকি ভদ্রভাবেই আমাদের সেটা ধরিয়ে দেওয়া উচিত।’
এক সাক্ষাৎকারে এমনটাই জানাচ্ছিলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গত ১৬ই মার্চ শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রতিবাদ দেখে ভারতীয় মিডিয়ার করা অশালীন মন্তব্যের জবাব দিতে গিয়ে তিনি এমনটা বলেছেন।
মাশরাফি আফসোস করে বলেন, ‘কখনো দেখিনি আমাদের দেশের গণমাধ্যম কোনো দেশের উপরে আক্রমণ করেছে। বরঞ্চ খারাপ খেলা নিয়ে আমাদের নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে– এটা দেখেছি।
‘আমি দেখিনি বাইরের কোনো দেশকে আক্রমণ করতে বা দেশের ক্রিকেটারকে আক্রমণ করতে। তাই আমি বলবো আমাদের গণমাধ্যম নিয়েই আমরা গর্বিত অনুভব করছি।’
উল্লেখ্য, ফাইনালের আগে ভারতীয় মিডিয়া খুবই অশালীন ভাষায় বাংলাদেশ দলকে বিবেচনা করে, যে সব ভাষা লিখার অযোগ্য। আর তার জবাব দিতে গিয়েই ক্ষিপ্র মাশরাফি। এছাড়া কিছু কিছু ভারতীয় মিডিয়া নিদাহাসের ফাইনাল টিকে ধরে নিয়েছিলো যুদ্ধ হিসেবেই।
এই ব্যাপারে মাশরাফির মতবাদ, ‘এটা তো খেলা। খেলার সাথে যুদ্ধের কারণ আমি দেখছি না। কেননা খেলা সবাইকে এক করে। কেউ যদি ওইভাবে দেখে আমার মনে হয় সেটার দিকে আমাদের তাকানোই উচিত না।’