মোঃ নজরুল ইসলাম কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধি,ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কোটচাঁদপুর পৌরসভার আওয়াতাধীন কোটচাঁদপুর পালপাড়া মেইন রোড থেকে রড় বামনদহ গ্রামের মন্ডল পাড়া তিন রাস্তার মোড় পর্যন্ত রাস্তার কাজ চলছে ব্যাপক অনিয়মে। এল জি ই ডির বাজেটের এই রাস্তার ঠিকাদার কোন কিছুই তোয়াক্কা না করে লেবার দ্বারা ৩নং ইটের খোয়ার ব্যাপক অনিয়মের মাধ্যমে রাস্তার কাজ চালিয়ে যাচ্ছে ।
রাস্তার কাজ অনিয়ম করায় বড় বামনদহ গ্রামবাসী শুরু থেকে দফায় দফায় কাজ বন্ধ করলেও ঐ ঠিকাদারের লেবাররা কোন কিছুই তোয়াক্কা না করেই তাদের কাজ তারা চালিয়ে যাচ্ছে ও দীর্ঘ এক মাস রাস্তা কোন রকম ৩নং খোয়া ও বালি দিয়ে ডেকে রেখে দিছে।এমতাবস্থায় বড় বামনদহ গ্রামের মানুষের চলাচল করতে অসুবিধা হচ্ছে।বালি ও খোয়া কোন রকম রোলার করে উপরে ইটের খোয়ার কাজ চলছে কিন্তু ইটের খোয়ার সাথে লেবাররা ৩নং খোয়া দিছে ।
রাস্তার কাজে দুর্নীতি ও অনিয়ম হওয়ায় ঝিনাইদহের এল জি ই ডি কর্মকর্তা ও ঝিনাইদহ ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ নবী নেওয়াজের দৃষ্টি আকর্ষন করছেন বড় বামনদহ গ্রামবাসী ও রাস্তাটি অতি দ্রুত নির্মাণ করার জন্য আহবান করেছেন গ্রমাবাসী।