বোয়ালখালী উপজেলার মধ্যম কড়লডেঙ্গায় কালভার্টের নিচে লুকিয়ে রাখা পিস্তলের মতো দেখতে একটি বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেশে তৈরি বন্দুকটি উদ্ধার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু দাস জানান, পুলিশের বিশেষ অভিযান চলছে। তাই হয়তো কোনো সন্ত্রাসী বা অস্ত্রধারী ব্যক্তি বন্দুকটি কালভার্টের নিচে লুকিয়ে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেটি উদ্ধার করা হয়।
তিনি জানান, বন্দুকটি দেখতে পুরোনো মনে হলেও ব্যবহার উপযোগিতা রয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে