বেলজিয়াম থেকে ফারুক মোল্লা: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড: শিরীন শারমিন চৌধুরীকে সংবর্ধনার প্রদান করেছে বেলজিয়াম আওয়ামী লীগ।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন দেশটিতে বসবাসরত প্রবাসী আওয়ামী লীগ নেতারা। এতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি সাহিদুল হক সহিদ। বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. শিরীন শারমীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফজিলাতুন নেছা বাপ্পি, এম পি, বেলজিয়ামে নিয়যুক্ত রাষ্ট্রদূত শাহদাৎ হোসেন ও ইউরোপিয়ান আওমীলীগের প্রচার সম্পাদক খোকন শরীফ।
মানপত্র পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেলি মির্জ্জ । সংবর্ধিত প্রধান বক্তা ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আগামীতে শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসাবে পরিণত হবে। তবে তার জন্য প্রয়োজন সকল প্রবাসীদের আন্তরিক সহযোগিতা।
উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রাখতে আগামী সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিতে প্রবাস থেকে সকলকে উদ্বুদ্ধ করতে হবে। এ সময় আরো বক্তা রাখেন, আওয়ামী লীগের সহ সভাপতি বাবু বিধান দেব, ফয়সাল তালুকদার আজাদ, যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের প্রচার সম্পাদক আক্তার উজ্জ্বামান ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ড. ফারুক মির্জা প্রমুখ ।