বেলজিয়াম থেকে ফারুক আহমেদ মোল্লা: অত্যন্ত আনন্দঘন পরিবেশে কেক কেটে বেলজিয়াম আওয়ামী লীগের উদ্যোগে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম শুভ জন্মদিন পালন করা হয়। এ সময় বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশীদ বুলু সংক্ষিপ্ত বক্তা রাখেন ।
তিনি বলেন, জননেত্রীর নির্দেশনা মোতাবেক সকল নেতা কর্মীদের সাথে নিয়ে আগামী দিনে দলকে ক্ষমতায় আনার জন্য দেশে-বিদেশে কাজ করে যাচ্ছি। সকল বাধা বিপত্তি অতিক্রম করে নেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য সব সময় পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের সহ-সভাপতি সফি উল্লাহ সফি, কাজী রহিমুল্লাহ আরিফুল হক মিন্টু, বুলবুল খান, রুবেল তানবীরসহ আরো অনেকে।
বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য দেশ বিদেশের সকল বাংলাদেশীদের প্রতি আহবান জানান তারা।