আরিফুজ্জামান আরিফ, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোস্ট দিয়ে বিস্কুটের প্যাকেটের ভিতর দিয়ে গুলি পাচারের সময় খায়রুল নামে এক যুবককে আটক করে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত খায়রুল বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের পিয় মোড়লের ছেলে।
৪৯, বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার হারাধন বলেন, শুক্রবার (৩১ আগস্ট) নোম্যান্সল্যান্ড দিয়ে খায়রুল একটি বিস্কুটের প্যাকেট নিয়ে ওপারে পেট্রাপোল সীমান্তে দেওয়ার জন্য যাওয়ার পথে তাকে সন্দেহ হয়। তার হাতের প্যাকেট খুলে দেখা যায় বিস্কুটের প্যাকেটের ভিতর দুটি গুলি ।
এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল থানায় হস্তান্তর করা হয়েছে।