জার্মানবাংলা২৪ ডেস্ক: বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক)-এর ৪র্থ সম্মেলনে যোগ দিতে আজ বৃহস্পতিবার (৩০ আগস্ট) নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাঁকে এখানে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।
তিনি বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক)-এর ৪র্থ সম্মেলনে যোগ দিতে দু’দিনের সরকারি সফরে এখানে পৌঁছেছেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট নেপালের স্থানীয় সময় বৃহস্পতিবার ((৩০ আগস্ট) ৯টা ১০ মিনিটে কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
নেপালের উপ-প্রধানমন্ত্রী ঈশ্বর পোখারেল এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র সচিব শহিদুল হক ও নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এখানে প্রধানমন্ত্রীকে নেপালী সেনাবাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে।
অভ্যর্থনা পর্ব শেষে প্রধানমন্ত্রীকে একটি সুশোভিত মোটর শোভাযাত্রাসহকারে তাহাচেল মার্গ এলাকায় হোটেল সোয়ালটি ক্রাউন প্লাজায় নিয়ে যাওয়া হয়। নেপাল সফরকালীন সময়ে প্রধানমন্ত্রী এ হোটেলেই অবস্থান করবেন।
কাঠমান্ডুর হোটেল সোয়ালটি ক্রাউন প্লাজায় বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকেলে ৭টি সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের নিয়ে বিমসটেক সম্মেলন শুরু হবে।