জার্মান-বাংলা ডেস্ক:বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে চারটি যাত্রীবাহী ট্রেনের ৩১০ যাত্রীকে জরিমানা করেছে পাকশি বিভাগীয় রেলওয়ে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল ৯টা হতে রাত সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।
অভিযান চালানো ট্রেনগুলো হলো- খুলনা থেকে রাজশাহীগামী ৭১৫ নং আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস, দিনাজপুর থেকে ঢাকাগামী ৭৫৮ নং দ্রুতযান এক্সপ্রেস, রাজশাহী থেকে চিলাহাটিগামী ৭৩৩-৭৩৪ নং তিতুমীর এক্সপ্রেস, রাজশাহী থেকে ঢাকাগামী ৭৬০ নং পদ্মা এক্সপ্রেস।
এ অভিযানে নেতৃত্বদানকারী পাকশি বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার জানান, বিনা টিকিটে ট্রেন ভ্রমনে ওঠা ৩১০ যাত্রীর কাছ থেকে জরিমানা বাবদ ৩৩ হাজার ৫০০ টাকা এবং ভাড়া বাবদ ৬৩ হাজার ৭৫০ টাকা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।