গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: জাতীয় বিদ্যুৎ ও জ্বালনি সপ্তাহ উপদযাপন উপলক্ষে ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ওইদিন বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে গৌরীপুর পৌর শহরের প্রধান সড়কগুলো পদক্ষিণ করে।
এতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান, গৌরীপুর আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী মোঃ তহুর উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, সাংবাদিক কমল সরকার, মশিউর রহমান কাউসার, শামীম খান, জহিরুল হুদা লিটন।
গৌরীপুর বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে অংশগ্রহণ করেন আব্দুস ছালাম, আব্দুল বারেক, সাখাওয়াত হোসেন, ঈসরাইল, আবুল কাশেম, এখলাছ উদ্দিন, রাবেয়া আক্তার ডলি, মতিউর রহমান, রেজা শাহ আলম, আব্দুর রাজ্জাক, দীপক কুমার, হাসান প্রমুখ।