আবু সাইদ,রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:রৌমারী উপজেলায় বিদ্যুতের তারে স্পর্শ হলে পানিতে পরে গিয়ে সাইফুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার যাদুরচর ইউনিয়নের চাক্তাবাড়ী গ্রামের আব্দুস ছালামের পুত্র সাইফুল ইসলাম বাড়ীতে বন্যার পানি ওঠায় কলাগাছের ভেলায় করে নিরাপদ আশ্রয়ের লক্ষে ডিসি রাস্তায় যাওয়ার সময় বৈদ্যাুতিক তারে পৃষ্ঠ হয়ে বন্যার পানিতে পড়ে যায়।পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে তাকে খুঁজে পায়না।
রৌমারী ফায়ার সার্ভিসের ফায়ারম্যান হিমন মিয়া জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই, বন্যার পানির স্রোত বেশি থাকায় তার লাশটি খুঁজে পাওয়া যায়নি। লাশটি খোঁজার জন্য আমাদের জামালপুর ইউনিট থেকে ডুবুড়ি আসছেন।
পরে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায় উপস্থিতিতে রৌমারী ফায়ার সার্ভিসের ফায়ারম্যান হিমন মিয়ার নেতৃত্বে এলাকাবাসী একত্রিত হয়ে সন্ধ্যায় ৭টার দিকে লাশটি খুঁজে পায়।