এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ: মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। একটু সহানূভূতি কী মানুষ পেতে পারে না ও বন্ধু। শিল্পী ভূপেন হাজারিকার অমর সেই গানের মহা মূল্যবান লাইনগুলো আমাদের হৃদয় অন্যভাবে নাড়া দিয়ে যায়।
এমনি হুসাইন অাল মামুন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পৌর শহরের বেনেপাড়ার বাসিন্দা। পরিবারের ৩ সদস্যদের মধ্যে একজন।
অদম্য পথচলা অার এক বুক অাশা নিয়ে এগিয়ে চলছিল লেখাপড়া। মিশন শেষ করে ভাল চাকুরী পেয়ে অভাবী বাবা মায়ের সংসারে অভাব ঘুচিয়ে সংসারে সাফাল্যের ডালি ঘরে তুলবেন মেধাবী ছাত্র হুসাইন অাল মামুন। বিধিবাম সে অাশা অধুরাই রয়ে গেল।
সুখপাখি নামক সোনার হরিণ এখন জীবন মরণ সন্ধিক্ষণে। ভাগ্য বিধাতা হুমড়ি খেয়েছে হুসাইন অাল মামুনের ললাটে! ২০১৬ সালের ১৫ নভেম্বর হুসাইন অাল মামুন এর মাতা জাহানারা বেগম ব্রেইন স্ট্রোকে মারা যান এবং ২০১৭ সালের ২২ অাগষ্ট সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় হুসাইন অাল মামুন-এর পিতা শের অালীর ।
এতিম ও মেধাবী ছাত্র মামুন চোঁখে অমাবস্যা অন্ধকারের নিমজ্জিত হয়ে পড়ে। কে এখন দায়িত্ব নিবেন এতিম মেধাবী ছাত্র মামুনের। টাকা-পয়সার অভাবে মেধাবী এই ছাত্রের এখন লেখাপড়া বন্ধের উপক্রম। কান্না এখন তাঁর নিত্যদিনের সাথী। ফুটফুটে সদা হাস্যোজ্জ্বল মামুন এখন পথহারা পথিকের ন্যায়।
২০১৩ সালে কোটচাঁদপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় হতে মামুন এসএসসি জিপিএ ৪.৮১, ২০১৬ সালে সরকারী কে এম এইচ ডিগ্রী কলেজ হতে এইচ এস সি জিপিএ ৪.৬১ কৃতকার্য হয়।
হুসাইন অাল মামুন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬/১৭ শিক্ষাবর্ষের অাইন বিভাগে অধ্যয়নরত ২য় বর্ষের ৪র্থ সেমিস্টারের ছাত্র । অর্থের অভাবে এতিম মেধাবী সহায় সম্বলহীন নিঃস্ব এই হুসাইন অাল মামুন এর লেখাপড়া চলমান রাখতে প্রশাসন সহ সমাজের বিত্তবানদের এগিয়ে অাসার জন্য সবিনয় অাবেদন জানানো হয়েছে।
হুসাইন আল-মামুনের সাথে যোগাযোগ নাম্বার 01933497143 বিকাশে সাহায্য পাঠানোর নাম্বার 01776251878.