ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি বায়োনটেক-ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে৷ বড়দিনের পর থেকেই কোভিড-১৯ এর টিকা দেয়া শুরু হতে পারে। জার্মান স্বাস্থ্যমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, আগামী ২৭ ডিসেম্বর থেকে জার্মানিতে টিকা দান কার্যক্রম শুরু হতে পারে। এই দিকে ইউরোপের বিভিন্ন দেশে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। জার্মানিতে ইতিমধ্য রেকর্ড সংখ্যক সংক্রামণ এবং মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অনেকের ধারনা করছে এই করোনা পরিস্থিতি মোকাবেলায় ভ্যাকসিন বা টিকাই এর সমাধান হতে পারে। বর্তমানে জার্মানিতে আবারো লকডাউন চলছে৷ জার্মানি সহ ইউরোপীয় দেশ গুলো দীর্ঘদিন ধরেই টিকার অনুমোদনের জন্য অপেক্ষা করছিল । জার্মান প্রতিষ্ঠান বায়োনটেক টিকা উৎপাদন করলেও অনুমোদন না পাওয়ায় জার্মানিতেও এতদিন টিকাদান শুরু করা হয়নি। অনেক দেশই এই মধ্য টিকা দেয়ার প্রস্তুতি সম্পূর্ণ করে রেখেছে৷ ফলে ইইউ-এর প্রায় ৪৫ কোটি মানুষের কাছে টিকা পৌঁছে দেয়ার ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে গেল৷ অপেক্ষা এখন শুধু ইউরোপীয় কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা এরপরই ইইউ-এর দেশগুলো টিকা দেয়া শুরু করতে পারবে৷