জার্মান-বাংলা ডেস্ক: শুক্রবার (১৮ মে) পবিত্র মাহে রমজানের প্রথম জুমাবার। রমজানের প্রথম দিনটি জুমাবার হওয়ায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ছিল মুসল্লিদের ঢল।
মুসল্লিদের উপস্থিতিতে বায়তুল মোকাররম কাণায় কাণায় পূর্ণ হয়ে যায়। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে মুসল্লিদের রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়েন।
রাজধানীতে সাড়ে ১১টার দিকে বৃষ্টি থাকলেও বেলা ১২টা নাগাদ বৃষ্টি কমে যায়। এরপরই বায়তুল মোকাররমের বিভিন্ন গেট দিয়ে মুসল্লিরা নামাজের জন্য প্রবেশ করেন। দুপুর ১টা নাগাদ মসজিদের ভেতরে তিল ধারনের জায়গা না থাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা উত্তর গেটের বাইরের সিঁড়ি ও রাস্তায় নামাজ আদায় করেন।
জুমার বয়ান ও মোনাজাতে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের জন্য মুসল্লিদের নিয়ে দোয়া করেন বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন।
নামাজ শেষে ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরাইয়েলি বর্বর হামলার ঘটনায় মিছিল ও সমাবেশ করেন বিভিন্ন ইসলামী দল।