রোববার সকালে তাদের বহনকারী বাসটি পাপালি-বোয়ান সড়কের নৈনিদান্দা ব্লকের একটি গিরিসঙ্কটে পড়ে যায়।
বাসটির যাত্রীদের মধ্যে এক জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
পুলিশ ও ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) একটি টিম উদ্ধার কাজ পরিচালনা করছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বোয়ান থেকে প্রায় ৪৫ জন যাত্রী নিয়ে ওই মিনিবাসটি রামনগরের উদ্দেশ্যে রওনা হয়েছিল, পথে বাসটি ৬০ ফুট গভীর গিরিসঙ্কটে পড়ে যায়। বাসটির অধিকাংশ যাত্রী তাৎক্ষণিকভাবে মারা যান। দুর্ঘটনার কারণ জানা যায়নি।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন গারওয়ালের পুলিশ কমিশনার দিলিপ জাওয়ালকার।