জার্মানির বার্লিন শহরের কেন্দ্রে শুক্রবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে পুলিশ। এসময় তারা ১১০০ পাউন্ড ওজনের বোমাটি নিষ্ক্রিয় করতে তাকে নিয়ন্ত্রিত বিস্ফোরনের মাধ্যমে উড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নেন। ফলশ্রুতিতে, তারা প্রায় ১০ হাজার বাসিন্দাকে ঘটনাস্থলের আশেপাশ নিরাপদ অঞ্চলে সরে যাবার নির্দেশ দেন। এরফলে সাময়িকভাবে বার্লিন জুড়ে তীব্র ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। অবশ্য পড়ে কতৃপক্ষ যানজট নিরসনে তাৎক্ষনিক পদক্ষেপ নেন। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির রাজধানী বার্লিনকে লক্ষ্য করে কার্পেট বোমা হামলা চালায় ব্রিটিশ ও মার্কিন বিমানবাহিনী। বার্লিনের পতনের পূর্বে রাশিয়ান বিমান বাহিনীও বার্লিনে অব্যাহত বোমা হামলা চালায়। এই বোমাগুলির অধিকাংশ বিস্ফোরিত হলেও মাঝেমাঝেই অনেক অবিস্ফোরিত বোমা নির্মাণকাজের খনন চলাকালে পাওয়া যায়। বিবিসি