রবীন্দ্রসঙ্গীত শিল্পী আশিকুর রহমান আশিক এবার শ্রোতাদের জন্য নিয়ে গেয়েছেন গণসংগীত। পাবানার প্রখ্যাত সাধক জ্যোতিরিন্দ্র মৈত্রর লেখা ও সুর করা গানটির একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। খুব শীঘ্রই গানটি শ্রোতারা শুনতে পাবে। গণসংগীত গাওয়া প্রসঙ্গে শিল্পী আশিক জার্মান-বাংলা
টুয়েন্টিফোরকে বলেন, ‘আমি গণসংগীত গাওয়ার চেস্টা করি অনেক ছোটবেলা থেকে। সে কারণেই পাবনার সাধক পুরুষ জ্যোতিরিন্দ্র মৈত্রর লেখা ও সুর করা একটি গান গাওয়ার চেষ্টা করেছি। গানটি আমি উৎসর্গ করেছি সকল বাঙালিকে, বরেন্য শিল্পী প্রয়াত অজিত রায় দাদুকে, আর গানটি যিনি লিখেছেন সাধক জ্যোতিরিন্দ্র মৈত্র দাদুকে।’
‘যশোর, খুলনা, বগুড়া, পাবনা, ঢাকা, বরিশাল, নোয়াখালী বাসিন্দারা তারা হিন্দুও নয়, মুসলিমও নয় তারা শুধু বাঙালি’ শিরোনামে গানের মিউজিক ভিডিওতে শিল্পী আশিকের সংগঠন ’উদয়ন’-এর সদস্যদেরও পারফর্ম করতে দেখা যাবে। স্ফটিক প্রোডাকশনের ব্যানারে নির্মিত ভিডিওটি এই সপ্তাহে ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, আশিকুর রহমান আশিক এ বছরের ১০ মার্চ তাঁর দ্বিতীয় একক অ্যালবাম ‘ও আমার দেশের মাটি’ অ্যালবামটি বাজারে আনেন। ২০১৬ সালে শিল্পী আশিকুর রহমান আশিকের প্রথম অ্যালবাম ‘আমি ও রবীন্দ্রনাথ’ জি সিরিজের ব্যানারে প্রকাশিত হয়। অ্যালবামটিতে ছিল ১০টি জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত।
শিল্পী আশিকুর রহমান আশিক শৈশবে মায়ের অনুপ্রেরণায় গান শেখা শুরু করেন। এর পর ছায়ানট থেকে শুরু করে তালিম নিয়েছেন দেশের প্রথিতযশা অনেক সঙ্গীতজ্ঞের কাছে। বর্তমানে যুক্ত আছেন একাধিক গানের সংগঠনের সঙ্গে। এছাড়া নিজেই প্রতিষ্ঠা করেছেন ‘উদয়ন’ নামের একটি সংগঠন।