আরিফ ঢালী, বাগেরহাট প্রতিনিধি: মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা মঙ্গলবার (১৬ অক্টোবর) বাগেরহাটের খানপুর ও রাখালগাছি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ এবং র্যাবের মহা-পরিচালক বেনজির আহমেদ বাগেরহাটের হাকিমপুর শিকদার বাড়ির পূজামন্ডপ পরিদর্শন করেন।
এ সময় মন্ত্রীর সফরসঙ্গী হিসাবে খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ননী গোপাল সাহা, দেবরঞ্জন দাশ, রবিউল ইসলাম ফারাজী, প্রদীপ ঠাকুর, শক্তি নারায়ণ দাশ, শহিদুল ইসলাম, ডা. উৎপল দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্যদিকে র্যাবের মহা-পরিচালক বেনজির আহমেদ বাগেরহাটের হাকিমপুর শিকদার বাড়ি পূজা মন্ডপ পরিদর্শন শেষে তিনি বলেন, বাগেরহাটের হাকিমপুর শিকদার বাড়ি পূজা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পূজামন্ডপ। এখানে দেশ ও দেশের বাইরে থেকে দর্শনার্থীদের আগমন ঘটছে। শিল্পপতি লিটন শিকদারের ঐকান্তিক প্রচেষ্টায় পূজার পরিব্যাপ্তি ঘটলেও এর সুনাম অক্ষুন্ন রাখার দায়িত্ব আমাদের সকলেরই।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার সুযোগ নেই। সকলে শান্তিপূর্ণভাবে পূজা উৎসব পালন করতে পারবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য ও মৎস্য-প্রাণি সম্পদ সম্পর্কিত মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন, শিল্পপতি লিটন শিকদার প্রমুখ।