বাগেরহাট প্রতিনিধি: গৌরব আর ঐতিহ্যের স্মারক বহনকারী বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। গতকাল শুক্রবার (২৭ জুলাই) ছিল সংগঠনটির ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে সারাদেশের ন্যায় যথাযথ মর্যাদায় বাগেরহাটের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও পৌরসভায় উৎসবমুখর পরিবেশে বিশাল আকৃতির কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ৭টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকাল ৪টায় হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালি শেষে আয়োজন করা হয় এক আলোচনা সভার।
এরই ধারাবাহিকতায় ফকিরহাট উপজেলা সেচ্ছাসেবক লীগ-এর উদ্যোগেও এক বর্ণাঢ্য আনন্দ র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের দলীয় কার্যালয়ে কেক কেটে এবং আলোচনা সভার মধ্যে দিয়ে ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ-এর সভাপতি ও বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক শীরনা আক্তার কিছলু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাবেক সংগ্রামী ছাত্র নেতা মো: মোস্তাফিজুর রহমান সোহেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ ইমরুল হাসান। উপস্থাপনা করেন ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব কাজী বেললাল সাঈদ। এছাড়া ফকিরহাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।