দীর্ঘ দেড় যুগ বাংলাদেশ থেকে সরাসরি আমেরিকার ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর আশার বাণী শোনালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। তিনি বলেন, ‘আমি আমেরিকাতে সরাসরি ফ্ল্যাইট চালু করতে আগ্রহী। আমরা ছোট বিমান ক্রয় করার পর অনতিবিলম্বে আমেরিকাতে সরাসরি ফ্ল্যাইট চালু করার চেষ্টা করব।’
আজ সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সদস্য আবদুল মান্নানের সম্পূরক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী এ কথা বলেন।
১৯৯৬ সাল থেকে বাংলাদেশ থেকে সরাসরি আমেরিকার ফ্লাইট চলাচল বন্ধ। তা ছাড়া আমেরিকাতে ফ্লাইট নামার যে শর্ত আছে, সেগুলো বাংলাদেশ পূরণ করতে পারছে না বলে ফ্লাইট চালু হচ্ছে না-এমন প্রশ্নের জবাবে শাহজাহান কামাল বলেন, ‘আমি নিজেও চাই বাংলাদেশ থেকে বিমান সরাসরি আমেরিকায় যাক। কিন্তু আমাদের বোয়িং ৭৭৭ বিমান যদি সেখানে যায়, তাহলে যাত্রী পাওয়ার জন্য সেখানে অর্থাৎ আমেরিকায় ৩-৪ দিন বসে থাকতে হয়। এ জন্য আমাদের বিমানের ক্রুসহ অন্যান্য কর্মকর্তাদের আমেরিকাতেই থাকতে হয়। এতে অনেক লোকসান হয়। তাই আমরা ছোট বিমান কিনছি। আমরা ২০০-২৫০ যাত্রীবাহী বিমান কেনার পর অনতিবিলম্বে বাংলাদেশ-আমেরিকা ফ্লাইট চালু করার চেষ্টা করব।’