জার্মান-বাংলা স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে নারীদের টি-টোয়েন্টি ম্যাচে মালয়েশিয়াকে হারিয়ে ফাইনালে উঠলো বাংলাদেশের মেয়েরা। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে আসর শুরু করলেও পরে দারুণ ফর্মে থেকেই ফাইনাল নিশ্চিত করে রোমানা-সালমারা। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।শনিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়া নারী ক্রিকেটারদের বিপক্ষে ৭০ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এর আগে টানা তিন ম্যাচে ভারত, পাকিস্তানকে সাত উইকেটে এবং থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে বাংলার মেয়েরা। আর আজ স্বাগতিকদের উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করলো রোমানারা।
কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে টাইগ্রিসরা।
ব্যাটিংয়ের শুরুটাই দারুণ ভাবে করে বাংলাদেশের দুই ওপেনার শামীমা সুলতানা এবং আয়শা রহমান। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ বলে ৪৩ রান করেন শামীমা। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ বলে ৩১ রান করেন। আর দুই ওপেনার সাজঘরে ফিরলে শেষের দিকে ২৬ রান করে স্কোর ১৩০ দাড় করান ফাহিমা খাতুন।
১৩১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে স্বাগতিকরা। বাংলাদেশের বোলারদের সামনে ব্যাট হাতে দাড়াতেই পারেনি ম্যালয়েশিয়ান মেয়েরা। দলের সর্বোচ্চ ৩৫ বলে ১৭ রান করেন অধিনায়ক উইনি ফ্রেড। আর বাকি রা কেউই ২০ এর ঘর পার করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬০ রানেই থামে তাদের ইনিংস।
বল হাতে যথারীতি এই ম্যাচেও দুর্দান্ত ছিলেন রুমানা আহমেদ। ৪ ওভারে মাত্র ৮ রানে নিয়েছেন ৩ উইকেট। ফাইনাল খেলার স্বপ্ন পূরণের পর এবার বাংলাদেশের মেয়েদের সামনে আরও সুযোগ শিরোপা জেতার।