জার্মানবাংলা২৪ স্পোটর্স ডেস্ক: প্রশংসা করতে হয় বাংলাদেশের সোনালী মেয়েদের। সাবাস! বাংলাদেশের ফুটবল দলের অপ্রতিরোদ্ধ মেয়ে খেলোয়াড়রা। টুর্নামেন্ট জয়ের লক্ষ্যে ফুটবলে তাদের জয়রথ চলছেই। সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা চ্যাম্পিয়নশিপের সেমিতে স্বাগতিক ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে তারা। ফলে বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের মেয়েরা আরও একটি টুর্নামেন্ট জেতার দ্বারপ্রান্তে।
শুক্রবার সন্ধ্যায় ভুটানের থিম্পুতে বাংলাদেশের মেয়েদের সামনে দাঁড়াতেই পারেনি ভুটানের মেয়েরা। রোববার শিরোপা জেতার মিশনে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। গ্রুপ পর্বে যাদের ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা।
খেলার শুরুতেই গোল পায় বাংলাদেশ। ৬৬ সেকেন্ডেই সানজিদা গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মিশরাত জাহানের গোলে ব্যবধান বাড়ায় বাংলাদেশ।
বিরতির পরই খেলা চলেছে একই তালে। ৬০ মিনিটে ডি-বক্সে একজনকে কাটিয়ে বল জালে জড়ান কৃষ্ণা। তিন গোলে এগিয়ে থাকায় তখনই জেতার কাজটা প্রায় হয়ে গিয়েছিল। ৮৬ মিনিটে শেষ পেরেকটা ঠুকেন ডিফেন্ডার শামসুন্নাহার।