চট্টগ্রাম প্রতিনিধি: র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে চট্টগ্রামে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরের সদরঘাট থানার আইসফ্যাক্টরি রোডের বরিশাল কলোনিতে এ ঘটনা ঘটে। এসময় সেখান থেকে বিপুল পরিমান অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে র্যাব।
র্যাবের লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান বলেন, নগরের আইসফ্যাক্টরি রোডে টহল দেয়ার সময় র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু হয়। পরে র্যাবও পাল্টা গুলি ছুড়ে। পরে সেখান থেকে দুইজনের মরদেহ পাওয়া যায় এবং বিপুল পরিমাণ ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও মদ উদ্ধার করা হয়। তবে নিহত ওই দুইজনের পরিচয় এখেনা পাওয়া যায়নি। একজনের আনুমানিক ৫০ বছর এবং অন্যজন ৩৫ বছর বয়সী হবে।