ইসমাইল হোসেন স্বপন:ইতালি থেকে :“বঙ্গবন্ধুর পরিবার ও রক্তের কাছে আমরা ঋন, শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে এই ঋণশোধ করতে হবে” ইতালী আওয়ামী পালেরমো স্বেচ্ছাসেবক লীগ শাখা আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড: মোল্লা মো: আবু কাওছার এ কথা বলেন।
ফুলেল উষ্ণ অভ্যার্ধনার মধ্য দিয়ে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডঃ মোল্লা মোঃ আবু কাওছারকে ইতালীর পালেরমো স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সহ আওয়ামী পরিবার স্বাগত জানান। এসময় পালেরমো এয়ারপোর্টে নেতাকর্মীদের আন্তরিকতায় তিনি ছিলেন অনেকটা মুগ্ধ।
ইতালীর পালেরমো স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোল্লা মোঃ আবু কাওছার দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে এবং আবারও নৌকা মার্কাকে জয়যুক্ত করার জন্য প্রবাসীদের অনুরোধ জানান।
এসময় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু আমাদের ঋণী করে গিয়েছেন, এই ঋণ তারই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে সোনার বাংলা গড়ে ঋণমুক্তি সময় এসেছেইতালী আওয়ামী স্বেচ্ছাসেবক পালেরমো শাখার সভাপতি ইনামুল হক সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আওয়াল প্রধান পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পালেরমো সিটি মেয়র প্রফেসর লেওলুকা অরলান্দো এছাড়াও বক্তব্য রাখেন বিদেশীদের সম্মানিত প্রতিনিধি ডালিয়া আক্তার সুমি এবং ইতালী আওয়ী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন বাবু, প্রধান উপদেষ্ঠা হারুন উর রশিদ, সিনিয়র সহ সভাপতি শহীদুল ইসলাম, এজাজ আল মাসুম, মাসুদ সরদার, জায়েদ খান সহ অনেকেই।
বক্তারা বলেন, দেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হওয়ায় দেশের বাইরে বিশেষ করে প্রবাসীরা গর্ববোধ করছে। আগেও যেমন দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীরা এগিয়ে এসেছে, আগামীতে ২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশ গড়তেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পালেরমো আওয়ামীলীগের আহসান উল্লা হাসান, এমডি সামসুল হক আঁখি, এম.এ মামুন সরকার ও সাংগঠনিক সম্পাদক মজনু আলী।
এসময় কমিটি পরিচিত পর্ব শেষে জনপ্রিয় কন্ঠ শিল্পী শাহনাজ সুমি, ববি হাবিব, সঞ্চিতা দত্ত সহ স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সকলেই উপভোগ করেন।
ইসমাইল হোসেন স্বপন:ইতালি থেকে