মোহাম্মদ নুরুল আলম, ফ্রান্স: ফ্রান্সের সর্ববৃহৎ খ্রিস্টান অধ্যুষিত শহর এবং পিঙ্ক সিটি খ্যাত তুলুজ শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশী সংগঠন বাংলাদেশী প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ” আনন্দ ভ্রমণ ও বনভোজন-২০১৮” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা তাদের নিজ নিজ পরিবার নিয়ে আনন্দঘন এই আনন্দ ভ্রমন ও বনভোজনে অংশ গ্রহণ করেন। মোহনীয় প্রাকৃতিক পরিবেশে শিশু, যুবক-যুবতি এবং বয়স্করা বিভিন্ন খেলাধুলায় অংশ নিয়ে মেতে উঠেছে সারাদিন। আড্ডা আর খেলাধুলার বিরতিতে প্রশান্ত দা, জনি, পংকজ এর নেতৃত্বে দুপুরে সবাই বিবিকিউ পার্টিতে সম্পন্ন করে দুপুরের খাবার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ডমিনিক যোষেফ কস্তা, সাধারণ সম্পাদক মার্ক রায়, উপদেষ্টা জেরম্ বুলবুল গমেজ, ট্রেজারার শীতল রোজারীও, জেমস সমীর রোজারিও, ক্যান্টন কস্তা, পংকজ গমেজ, ভিক্টর শেখর রোজারীও, মার্টিন ডায়েসসহ আরো অনেকে।
বক্তারা উল্লেখ করেন যে, প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশীদের কে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করা, একে অপরের সহযোগিতায় এগিয়ে আসা, এবং নিজেদের মধ্যে সৌহার্দ্য ও আন্তোরিকতা বৃদ্ধির জন্য এ ধরনের সামাজিক অনুষ্ঠান আরো বেশী বেশী করা উচিত বলে মনে করেন বক্তারা। সবশেষে রাপেল ড্র অনুষ্ঠিত হয় এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।