ফুটবল জ্বরে কাঁপছে সারা বিশ্ব। আর মাত্র বাকি কয়েক দিন। এরই মধ্যে সমর্থকদের নিজের প্রিয় দলের পতাকা উড়ানোর প্রতিযোগিতা বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু। আলোচনা চলছে ফিফা বিশ্বকাপের সবচেয়ে সফল দল কোনটি? বেশীরভাগ ফুটবল ভক্তই ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা ও ইতালির নাম উচ্চারণ করবেন। শিরোপার মাধ্যমেই যদি সফলতা বিচার করা হয়, তাহলে ফুটবলের জাদুকর পেলের দেশ ব্রাজিলের নামটাই আগে আসে। কিন্তু মাপকাঠি টা যদি শিরোপা থেকে সরিয়ে সাফল্যের ধারাবাহিকতার দিকে নেয়া হয়, তাহলে জার্মানিকেই সবচেয়ে সফল দল বলা যেতে পারে। বলা হবেই বা না কেন। দলটির ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন। এছাড়া জার্মানি টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল। শুধু ১৯৩৮ সালের বিশ্বকাপ ছাড়া প্রতিবারই দলটি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছে। জার্মানির ৪টি বিশ্বকাপ শিরোপার সাথে আছে ৪ বার করে রানার্স আপ এবং থার্ড হওয়ার সুনাম। একমাত্র দল যারা প্রতি দশকেই প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয় স্থানের মধ্যে নিজের সক্ষমতা ধরে রেখেছিল। বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশী ম্যাচ জিতার রেকর্ডও জার্মানির। ব্রাজিল থেকে একটি শিরোপা কম থাকলেও বিশ্ব ফুটবল আসরে অন্যতম সফল দল হিসেবে জার্মানির নামটাও চলে আসে। প্রতিবারের মতো এবারও পরিপূর্ণ এবং বিশ্বমানের স্কোয়াড নিয়েই রাশিয়া ফুটবল বিশ্বকাপ ২০১৮ খেলতে মাঠে নামতে যাচ্ছে নন্দিত ফুটবল দল জার্মানি। এবার দলটির লক্ষ্য একটাই ফুটবল বিশ্বকাপের পঞ্চম শিরোপা জয়ের দৃঢ় প্রত্যয়। জার্মানি শিরোপার কাছাকাছি থেকে চলে আসার বেদনাটা দূর করতেই এবার বিশ্ব শিরোপার সংখ্যা টা ৪ থেকে ৫ এ নিয়ে যেতে চায় দলটি। এ কারণেই অভিজ্ঞ খেলোয়াড়ের পাশাপাশি অনেক তরুণ খেলোয়াড়কেও কোচ কনফেডারেশন্স কাপে ঝালিয়ে নিয়েছেন। এবার অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে দারুণ একটি দল গঠন করেছে জার্মানি। ফলে জার্মান দলে যে দৃঢ় মনোভাব দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার তারাই। এইজন্য না যে, তাদের দলে ভালো খেলোয়াড় আছে, তারা শিরোপার দাবিদার কারণ তারা জার্মানি। এদিকে সর্বশেষ ২৩ ম্যাচের মধ্যে পরাজয় হয়েছে মাত্র একটিতে জার্মানি। বাছাইপর্বেও প্রতিপক্ষদের উড়িয়ে দিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে কোচ জোয়াকিম ল মূল-এর দল। তার বিশ্বাস এবারের জার্মান ফুটবল দল পঞ্চম শিরোপা জয়ের জন্য যেকোনো বাধাই অতিক্রম করতে প্রস্তুত।