নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম অবশেষে শুরু হতে চলেছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আব্দুল হামিদ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ২০১৮-এর ১০(১) ধারা অনুযায়ী গত ২৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. রফিক উল্লাহ খানকে ৪ বছরের জন্য ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেন। রাষ্ট্রপতির উপ-সচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এ বিষয়ে প্রজ্ঞাপন জারী করেন।
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করায় নেত্রকোনাবাসী রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।