সোহান আহমেদ কাকন, নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা সদরের সাকুয়া বাজার এলাকার গন্ধমপুর গ্রামের শাশুড়ি শাহানারার শরীরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনার পর ৫ দিন পর বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ ব্যাপারে পূত্রবধূ রোজিনা আক্তারের (২৪) নামে গত ২৬ মে সন্ধ্যায় নেত্রকোনা মডেল থানায় মামলা করেছেন দায়ের করেছেন অভিযুক্তের ননদী ফারজানা আক্তার লিজা।
শাহানারা একই গ্রামের মৃত পুলিশ সদস্য রঈছ উদ্দিনের স্ত্রী। তার ছেলে মাহবুব আলমের স্ত্রী রোজিনা।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় নেত্রকোনা মডেল থানায় মাকে পোড়ানোর অভিযোগে মামলাটি দায়ের করেন তিনি। এ মামলায় রোজিনাকে ঐ দিন আগে গ্রেফতার করেছে পুলিশ।
এরআগে শুক্রবার দিবাগত রাতে সাকুয়া বাজার এলাকার গন্ধমপুর গ্রামে বউ-শাশুড়ির পারিবারিক কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে পুত্রবধূ শাশুড়িকে গায়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেন।
পরে রাতেই পর্যায়ক্রমে শাহানারাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
৫ দিন পর বুধবার বিকেলে শাহানারার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন।