জার্মান-বাংলা স্পোটর্স ডেস্ক: সাবাস বাংলাদেশ নারী ক্রিকেটাররা। জয়ের ধারা অব্যাহত রেখে চলেছে আমাদের রত্নময়ী নারী ক্রিকেটাররা। ভারতের পর এবার পাকিস্তানকেও হারালো বাংলাদেশ নারী ক্রিকেটাররা। অথচ তুলনামূলক দুর্বল শ্রীলংকার বিপক্ষে বিব্রতকর হার দিয়ে নারী এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই ম্যাচে নিজেদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে ভুল করেনি সালমা-রোমানারা। নিজেদের পরের দুই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং ভারতকে হারিয়ে দিয়েছে বাংলাদেশের নারীরা।
বৃহস্পতিবার ৭ জুন থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। এই ম্যাচ জিতলে উজ্জ্বল হবে শীর্ষ দুইয়ে থেকে ফাইনালের টিকিট পাওয়ার সম্ভাবনা।