মোঃ রাসেল আহম্মেদ, লিসবন, পর্তুগাল: আগামী ২ সেপ্টেম্বর রোববার পোর্তোর বাতায়লা গির্জা এবং হোটেল মুভএর প্রচায় দিন ব্যাপি এসপাচো টি.সি.সি ওর উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়ন, পর্তূগীজ সরকার ও পোর্তো সিটি কার্পোরেশনের সহায়তায় ২০ দেশের অংশগ্রহণে নিজ নিজ দেশের সংস্কৃতি তুলে ধরার প্রয়াসে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এটি একটি আন্তঃসাংস্কৃতিক সন্ধ্যা যেখানে বিভিন্ন জাতির গ্রুপ সঙ্গীত, নাচগান, কবিতা, কারুশিল্প এবং ফ্যাশন শো পরিবেশন করা হবে।
এতে প্রথম বারের মত বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর উদ্যোগে পর্তুগাল প্রবাসী ফ্যাশন ডিজাইনার শারমিন মৌর পরিচালনায় সম্পূর্ণ বাংলাদেশী পোশাকের উপর একটি ফ্যাশন শোর আয়োজন থাকবে।
এছাড়াও দেশীয় নৃত্য পরিবেশন করবেন স্পেনের বিখ্যাত নৃত্য শিল্পী মোহনা চৌধুরী এবং বাংলাদেশের সংস্কৃতির ঐতিহ্যের অংশ হিসেবে মেহেদী ডিজাইন করবেন বাংলাদেশী প্রবাসী মিসেস তন্মি।
আন্তর্জাতিক এই সাংস্কৃতিক আয়োজনকে ঘিরে পোর্তো ও লিসবন শহর সহ বাংলাদেশী কমিউনিটির মধ্যে ঈদ পরবর্তী আরেকটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। অংশগ্রহণ কারী বাংলাদেশের শিল্পী ও কলাকুশলীদের আপ্রাণ প্রচেষ্টা চলছে বিদেশের মাটিতে আমাদের দেশীয় সংস্কৃতি সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে। তাই সবার নজর এখন আগামী ২ তারিখের অনুষ্ঠানের দিকে।
উক্ত অনুষ্টানে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সহযোগীতায় থাকছেন, প্রধান উপদেষ্টা মোশাররফ হোসেন কিরন, জাফর আহমেদ, সেক্রেটারী আব্দুল আলিম, তোহিদুল ইসলাম, মোহাব্বত আলম টিপু, কামাল হোসেন, বেলাল হোসেন প্রমুখ।