মোহাম্মদ নুরুল আলম, ফ্রান্স: প্রতিবারের মতো এবারও বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালী মানব কল্যাণ পরিষদ ফ্রান্সের উদ্যোগে সমুদ্র সৈকত ভ্রমণ ও বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে।
প্যারিস থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে প্লাজ বেরক সমুদ্র সৈকতে এই বনভোজন উদযাপন করেন ২৭০ জনের ও বেশী বাংলাদেশী প্রবাসী। এতে নোয়াখালীবাসী ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের বাংলাদেশী অভিবাসীরা যোগ দেন।
নাচ গান আনন্দ আর দেশীয় মুখরোচক খাবার ছাড়াও ছিল পুরুষ, মহিলা ও শিশুদের জন্য পৃথক পৃথক খেলাধুলা।
পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ রশিদ পাটোয়ারীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নোয়াখালীর প্রবীণ ব্যক্তিত্ব এম এ কাসেম।
আমন্ত্রিত অতিথি ছিলেন ফ্রান্সের বিশিষ্ট ব্যবসায়ী বিটি আই কার্গোর চেয়ারম্যান কবির হোসেন পাটোয়ারী, ফ্রান্স বাংলার এম ডি বিন তারেক ও কামাল হোসেন।
এতে আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক সাইফুল রাসেল, গোলাম মাওলা, মাষ্টার আব্দুল করিম, শওকত আলী, ফয়েজ আহাম্মেদ, লিটন খাঁন, আলম খাঁন, ইমাম হাসান, জসিম উদ্দিন, ফারুক, মনির হোসেন, আব্দুল কুদ্দুস, এমডি নুর, আনোয়ার হোসেন, আজাদ, একলাছ হক, তারেক, সবুজ, সোহেল, রাজু, মিজানুর রহমান, বাদল, রনি, মুরাদ, পারভজে, মোস্তাফিজ, আব্দুস সামাদ প্রমুখ।
সবশেষে র্যাফেল ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষনা করা হয়।