আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় হাত-পা বাঁধা গলিত অবস্থায় জহির উদ্দিন (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে ওই উপজেলার এওজবালিয়া ইউনিয়নের খাসেরহাট বাজারের পাশের খাল থেকে ভাসমান অবস্থায় গলিত লাশটি উদ্ধার করা হয়। নিহত জহির উদ্দিন সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের উত্তর শুল্লকিয়া গ্রামের রেজাউল হকের ছেলে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৫দিন আগে শশুর বাড়ী যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয় জহির। এরপর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় খাসেরহাট বাজারের পাশের খালে ভাসমান অবস্থায় জহির উদ্দিনের গলিত লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
পরে স্থানীয় লোকজন সুধারাম থানায় খবর দেয়। খবর পেয়ে খাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর খালে ফেলে দিয়েছে দূর্বৃত্তরা। ময়না তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জার্মানবাংলা২৪/প্রতিনিধি/এসআর