1. jashimsarkar@gmail.com : admin :
  2. adminmonir@germanbangla24.com : monir uzzaman : monir uzzaman
  3. fatama.ruma007@gmail.com : Fatama Rahman Ruma : Fatama Rahman
  4. anikbd@germanbangla24.com : SIDDIQUE ANIK : ANIK SIDDIQUE
  5. infi@germanbangla24.com : Hasan Imam Juwel : Hasan Imam Juwel
  6. rafid@germanbangla24.com : rafid :
  7. SaminRahman@germanbangla24.com : Samin Rahman : Samin Rahman

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ আগস্ট, ২০১৮
Check for details

অাসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নাজিব (১০) এবং নাজিবা (৩) নামের দুই ভাই বোন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৪জন আহত হয়েছে।

শনিবার (১৮ আগস্ট) বেলা ৩টার দিকে চৌমুহনী-মাইজদী সড়কের গাবুয়া বাজার সংলগ্ন রাজি বাড়ী মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের সাহেবেরহাট এলাকার ওহিদুর রহমান সুমনের ছেলে নাজিব ও মেয়ে নাজিবা। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে মা ও বড় ভাইয়ের সাথে সিএনজি যোগে বের হয় নাজিব ও নাজিবা। পথে তাদের সিএনজিটি চৌমুহনী-মাইজদী সড়কের গাবুয়া এলাকার রাজি বাড়ী মসজিদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান সিএনজিকে সামনে থেকে চাপা দেয়। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলেই নাজিব নিহত হয়। হাসপতালে আনার পর নাজিবাকে ডাক্তার মৃত ঘোষনা করে। ঘটনায় নিহতদের মা, ভাই, সিএনজি চালক ও এক যাত্রী আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে পিকআপভ্যানটি আটক করা হয়েছে। এঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

ফেসবুকে জার্মানবাংলা২৪

বিজ্ঞাপন

Check for details