আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২৮ জুুন) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ কর্মশালা আয়োজন করে।
স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে ও ইউএনডিপির গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প-২ জেলা ফ্যাসিলেটেটর উজ্জল কুমার দাস চৌধুরীর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী মাহবুবুল আলম, (রাজস্ব) মো. আবদুর রউফ মন্ডল।
দিনব্যাপী কর্মশালায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
এসআর//