পুলিশ জানিয়েছে, ধৃত ওই মাওবাদী নেতার নাম সুরেশ কুমার রাই ওরফে সাগর রাই। নেপালের মোরাঙের বাসিন্দা সুরেশ সিপিআই-এমএল রেড স্টার (বিপ্লব গ্রুপ)-এর এক জন ডিস্ট্রিক্ট সেক্রেটারি। এই সুরেশই বিস্ফোরণের অন্যতম মূল চক্রী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শুধু ভারতীয় দূতাবাসই নয়, নেপালে বিভিন্ন ভারতীয় সংস্থাগুলো যে তাদের হামলার লক্ষ্য ছিল জেরায় সুরেশ সে কথাও স্বীকার করেছেন।
গত ১৬ এপ্রিল বিরাটনগরের ভারতীয় দূতাবাসের সামনে রাত সাড়ে ৮টা নগাদ বিস্ফোরণ ঘটে। সেই সময় দূতাবাসে কেউ ছিলেন না। ফলে হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয় বলে জানান মোরাঙের পুলিশ সুপার অরুণ কুমার বিসি।