জার্মানবাংলা, নেত্রকোনা প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় কোটা পদ্ধতি বাতিল করে তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধ ও বিক্ষোভ মিছিল করেছে সাধারন শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রেসক্লাবের সামনে নেত্রকোনা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে মানববন্ধর কর্মসুচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক ফাহিম রহমান খান পাঠান, যুগ্ম আহবায়ক আসাদ তালুকদার, ইমরান হোসেন ইমন, সালাম হোসেন, শামীম উসমান ত্বাকী, রাকিবুল ইসলাম, জাকারিয়া প্রমুখ।
মানবন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভার মোড় হয়ে আবরো প্রেসক্লাবের সমানে এসে শেষ হয়। এ সময় কোটা পদ্ধিতির যৌক্তিক সংস্কার করে দ্রুত প্রজ্ঞাপন জারি করা, শিক্ষার্থীদের উপর হয়রানীমূলক মামলা প্রত্যারসহ তিন দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নেত্রকোনা সরকারি কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষাথীরা অংশগ্রহন করেন।