সোহান আহমেদ কাকন, নেত্রকোনা প্রতিনিধি: আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলের মধ্য দিয়ে নেত্রকোনায় স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে রোববার (১৯ আগস্ট) সকাল ১০টায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্বেচ্ছাসেবকদলের সভাপতি সোলায়মান হাসান রুবেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের সাধারন সাম্পাদক খালিদ সাইফুল্লাহ মুন্নাসহ অন্যান্যরা।
আলোচনা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহ্ফিল ও আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদুসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।