সোহান আহমেদ কাকন,প্রতিনিধি নেত্রকোনা:“বঙ্গবন্ধুর দর্শন সমাবায়ের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় ৪৮তম জাতীয় সমবায় দিবস ২০১৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১১টায় মোক্তারপাড়া পাবলিক হলের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাবিহা সুলতানা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন, জেলা সমবায় বিভাগ কতৃপক্ষসহ বিভিন্ন শ্রেনী পেশার অতিথিবৃন্দ।
পরে সমবায় বিভাগের আয়োজনে পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিন শেষে পাবলিক হলে গিয়ে শেষ হয়। এ সময় জেলা শহরের বিভিন্ন এলাকার সমবায় সমিতির সদস্যবৃন্দসহ সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ র্যালিতে অংশ গ্রহন করেন। পরে পাবলিক হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক যতীন সরকার। অন্যাণ্যের মাঝে বক্তব্য রাখেন, প্রবীন চিকিৎসক ডাঃ আব্দুল হামিদ খান, শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ মাজহারুল ইসলাম খানসহ আরো অনেকেই।