নেত্রকোনা প্রতিনিধি: গত ১ বছরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতে রেকর্ড সংখ্যক মামলার নিস্পত্তি করা হয়েছে। দ্রুত সময়ের মাঝে মামলাগুলো নিস্পত্তি করেছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা। আদালত সূত্রে জানা গেছে, উচ্চ আদালতের নির্দেশে নেত্রকোনা জজ আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী পিপি পদটি শুন্য হওয়ায় গত ২০১৭ সালের ২০ আগষ্ট নেত্রকোনায় রাষ্ট্রপক্ষের কৌশলী হিসেবে পিপি সাইফুল আলম প্রদীপ যোগদান করেন। এর পর থেকেই দ্রæত মামলা নিস্পত্তি কার্যক্রম শুরু হয়। এতে দেখা যায় গত কয়েক বছরের তুলনায় ২০১৭ থেকে ১৮ সালের মে মাস পর্যন্ত রেকর্ড সংখ্যক মামলার নিস্পত্তি করা হয়েছে। ২৩ মে পর্যন্ত সর্বমোট ১৫ টি চাঞ্চল্যকর হত্যা মামলার নিস্পত্তি করা হয়। এতে হত্যার দায়ে ১৮ জনকে মৃত্যুদন্ড ও ২২ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। এ ছাড়াও ৬১ জন আসামীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। চুড়ান্ত রায় প্রদানের মাধ্যমে মামলাগুলো নিস্পত্তি করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা। মামলা নিস্পত্তিতে সার্বিক সহায়তা নিয়োজিত ছিলেন পিপি সাইফুল আলম প্রদীপ। দ্রæত সময়ের মধ্যে মামলা নিস্পত্তি হওয়ায় অনেকটাই স্বস্থি প্রকাশ করেন মামলার বাদী ও বিবাদীগণ। সেইসাথে জেলার অন্যান্য আদালতের মামলা জট কমিয়ে আনতে সচেষ্ট হবেন আইনজীবী ও বিজ্ঞ বিচারকগণ এমন প্রত্যাশই করছেন জেলার সর্বস্থরের বিচার প্রার্থীরা।