শামীম খাঁন, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: মঙ্গলবার (১৯ জুন) খালিশপুর তেতুঁলতলায় দলীয় নেতৃবৃন্দের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল।
শুভেচ্ছা বিনিময় কালীন সময়ে ঝিনাইদহ-৩ অাসনের সাবেক জাতীয় সংসদ সদস্য জননেতা এ্যাডঃ শফিকুল অাজম খাঁন চঞ্চল দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ভিষণ-২০২১ বাস্তবায়নে সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে অাগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ঝিনাইদহ-৩ অাসনের মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করে নেত্রীর হাতকে শক্তিশালী করার অাহ্বান জানান।
তিনি বলেন, ‘অাওয়ামীলীগ সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড জনসম্মুখে তুলে ধরে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যান। অামি অাপনাদের পাশে ছিলাম অাছি এবং থাকব। উড়ে এসে জুড়ে বসা বসন্তের কোকিলগনের মিষ্টি কথায় কর্নপাত না করে সংগঠনের শ্রীবৃদ্ধি করার অাকুতি উপস্থিত সবার প্রতি।’