জার্মানবাংলা২৪ ডটকম: শনিবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টা ঢাকা কলেজের সামনে গর্বনমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল গেটের উল্টা পাশে পেট্রোল পাম্পের সামনে এক যুবককে ধরে বেধড়ক মারপিট করছে কে বা কারা। কাছে গিয়ে কাছে গিয়ে জানা যায়, ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনরত শিক্ষার্থীদের ছবি মোবাইলে তুলেছে ওই যুবক। আশপাশের অনেক মানুষ তা দেখলেও কেউ এগিয়ে আসেনি যুবকটিকে বাঁচানোর জন্য। পেশাদারিত্বের প্রয়োজনে জার্মানবাংলা২৪ ডটকম-এর বার্তা প্রধান (বাংলাদেশ) শামস রহমান ওই ছবি মোবাইলে ধারণ করতেই উত্তেজিত যুবকেরা তাকে লাঞ্ছিত করে। জোর করে তার মোবাইল কেড়ে নিয়ে সমস্ত ডাটা মুছে দিয়ে সোজা চলে যেতে বলে।
এদিকে আজ শনিবার (৪ আগস্ট) দুপুর ২টার দিকে রাজধানী ঢাকার জিগাতলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গেটের সামনে শিক্ষার্থীদের ওপর লাঠি হাতে হামলা চালিয়েছে একদল যুবক। তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছুড়েছ। এই যুবকদের মাথায় হেলমেট ছিল। এ সময় দুই পক্ষকে ইটপাটকেল ছুড়তে দেখা যায়।
সকাল থেকে ওই এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। হাজার হাজার শিক্ষার্থী সেখানে অবস্থান নেয়। বেলা দুইটার দিকে বিজিবি গেটের সামনে শত শত শিক্ষার্থীর একটি অংশের ওপর হঠাৎ করে হেলমেট পরা, লাঠি হাতে ২৫ থেকে ৩০ জনের একদল যুবক হামলা চালায়। ওই সময় বিজিবির সদস্যরা গেট থেকে সামনে এসে যুবকদের থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে শিক্ষার্থী ও হামলাকারীরা একে অপরের দিকে ইটপাটকেল ছোড়া শুরু করে।
শিক্ষার্থীদের ওপর হামলার সময় সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের কোনো ভূমিকা নিতে দেখা যায়নি।
গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে সেদিন থেকেই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে আসছে।