1. jashimsarkar@gmail.com : admin :
  2. adminmonir@germanbangla24.com : monir uzzaman : monir uzzaman
  3. fatama.ruma007@gmail.com : Fatama Rahman Ruma : Fatama Rahman
  4. anikbd@germanbangla24.com : SIDDIQUE ANIK : ANIK SIDDIQUE
  5. infi@germanbangla24.com : Hasan Imam Juwel : Hasan Imam Juwel
  6. rafid@germanbangla24.com : rafid :
  7. SaminRahman@germanbangla24.com : Samin Rahman : Samin Rahman
শিরোনাম :
জার্মানিতে বিএনপি’র কর্মীসভা ‘বর্তমান সরকার উন্নয়নের সরকার’ : এমপি ছেলুন জোয়ার্দ্দার জার্মান বিএনপির হেছেন প্রাদেশিক কমিটির কর্মী সভা অনুষ্ঠিত জার্মানির মানহাইমে জমজমাট ঈদ পুনর্মিলনী ও গ্রিল পার্টি লেবাননে শাহ্জালাল প্রবাসী সংগঠনের দ্বশম বর্ষ পূর্তি উদযাপন ও সভাপতিকে বিদায়ী স্বংবর্ধনা করোনা টিকার প্রসঙ্গে ও করোনার তৃতীয় ঢেউ: মোশাররফ হোসেন ভূঁইয়া রাষ্ট্রদূত, জার্মানি বাংলাদেশ জার্মান জাতীয়তাবাদী কালচারাল অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত ঝালকাঠিতে সেপটি ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে নিহত ২ জামালপুরে ‘বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন’ এর মাক্স বিতরণ করোনা : সখীপুরে লকডাউন বিধিনিষেধ অমান্য করায় জরিমানা

নিউইয়র্ক ও ইতালীতে খালেদা জিয়ার ৭৩তম বার্ষিকী পালিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮
Check for details

জার্মানবাংলা২৪ ডটকম: নিউইয়র্ক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৩তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। ইতালী বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৭৩ তম বার্ষিকী উপলক্ষ্যে কেককাটা দোয়া মাহফিল ও প্রতিবাদ সভা করা হয়েছে।

দেশনেত্রী মুক্তি আন্দোলন পরিষদ যুক্তরাষ্ট্রের আয়োজনে বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসে এ উপলক্ষ্যে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরিষদের আহবায়ক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিল্টন ভূইয়ার সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা: মুজিবুর রহমান মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা মার্শাল মুরাদ ও আবদুস সবুর, বিএনপির সিনিয়র নেতা ও সাবেক যুগ্ম সম্পাদক রাকিব উদ্দিন দুলাল, যুবদল সিনিয়র সভাপতি, আতিকুল হক আহাদ, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাকছুদুল হক চৌধুরী, মেয়র আবুল কালাম আজাদ, আকিকুল ইসলাম ফারুক, বদিউল আলম, সাবেক ছাত্র নেতা মেহেদী, সিনিয়র নেতা হারুন উর রশীদ, যুক্তরাষ্ট্র তৌহিদ স্মৃতি সংসদের সভাপতি ও ছাত্র নেতা নুর আলম, সাধারণ সম্পাদক ও ছাত্র নেতা গোলাম রব্বানী সুমন, আহমেদ সালেহ, ইসমাইল হোসেন, আহসান উল্লাহ মামুন, ছাত্রদল সভাপদি আল মামুন সবুজ, মোজাম্মেল সোহাগ, নাজমুল হোসেন, মামুন আল রশিদ, শাজাহান সাজু, মাহমুদল হাসান সোহেল, আলি, রাসেল, রাকিব, বিএম মন্টু, সোহেল মোমেন প্রমূখ।

এদিকে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে গত ১৫ই আগস্ট সোমবার রাত ৯ ঘটিকায় রোম ভিত্তোরিও ফ্লেবার অব ইন্ডিয়ান রেস্টুরেন্টে কেককাটা দোয়া মাহফিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠান আয়োজিত হয়। এতে ইতালী বিএনপির অংগ সংগঠনের দলের নেতা-কর্মী অংশ নেন। রেষ্টুরেন্টে নেতা-কর্মীদের ভিড় ছিল।

ইতালী বিএনপি সভাপতি হাজী আব্দুর রাজ্জাক সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন এর পরিচালনায়, ইতালী বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক জনাব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ কোরআন তেলাওয়াত ও দোয়া করেন।

উক্ত কেককাটা দোয়া মাহফিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, রোম মহানগর বিএনপির সভাপতি জনাব হুমায়ুন কবির, ১নং সদস্য জনাব আলম শাহ্, ইতালী বিএনপির সহ-সভাপতি জনাব ফিরোজ খান,আব্দুল কাদের ব্যাপারী, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ্ মো: তৌহিদ কাদের, সাংগঠনিক সম্পাদক জনাব কামরুজ্জামান রতন, রোম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব কাজী আবুল বাশার, ইতালী বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব হুমায়ুন খাঁন, সমবায় বিষয়ক সম্পাদক জনাব আবুল কাশেম পাটোয়ারী,ইতালী যুবদলের সভাপতি জনাব জাকির হোসেন গনি,রোম মহানগর বিএনপির সহ-সভাপতি জনাব জুয়েল খাঁন প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

ফেসবুকে জার্মানবাংলা২৪

বিজ্ঞাপন

Check for details