রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: দেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে আবারো সরকার গঠন করার ক্ষমতা দিতে হবে। রোববার (৩০ সেপ্টম্বর) কালিকা প্রসাদ এলাকার মিয়াবাড়ির মাঠে ভৈরব-কুলিয়ারচর সংসদ সদস্য নাজমুল হাসান পাপন এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এছাড়াও বিসিবি সভাপতি নাজমুল হাসান তার বক্তব্যে আরোও বলেন, দেশকে বাচাঁতে হলে নৌকায় ভোট দিতে হবে। স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এলে দেশকে নরকে পরিণত করবে। প্রধানমন্ত্রীকে বারবার হত্যার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে। সেসব ষড়যন্ত্রকারীরা আজও থেমে নেই। তারা স্বাধীনতাকে অস্বীকার করে এদেশের পতাকাকে অস্বীকার করে । তারা আবার ক্ষমতায় এলে দেশকে পাকিস্তানী রাজ্যে পরিণত করবে।
জনসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় দলের তরুণ খেলোয়ার মেহেদি মিরাজ । জনসভায় ভৈরব-কুলিয়ারচর সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের জন্য ভোট চাইলেন ক্রিকেটার মেহেদী মিরাজ ।
কালিকা প্রসাদ ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামীলীগ সভাপতি ফারুক আহমেদ এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুলাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মির্জা মো. সোলায়মান, সাবেক প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিলুর রহমান এর একান্ত সচিব অধ্যাপক লুৎফর রহমান ফুলু, একান্ত সচিব সাখাওয়াত উলাহ, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি হাজী সিরাজ উদ্দিন, সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, জাকির হোসেন কাজল, হাজী মো. রুহুল আমিন, মো. অহিদ মিয়া, ভৈরব পৌর আওয়ামীলীগ সভাপতি এসএম বাকী বিলাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।
ভৈরব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমানসহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মী। এর আগে বিকেলে কালিকাপ্রসাদ এলাকায় অবস্থিত শিল্প নগরীর কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য নাজমুল হাসান পাপন ।
এছাড়াও জনসভায় কালিকাপ্রসাদ ইউপি বিএনপির ৩১ জন নেতা কর্মী আওয়ামীলীগে যোগদান করেন।