একেএম বাবু রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোর ইউনিয়ন পরিষদের হল রুমে ২৩ জুলাই সোমবার বাংলাদেশ ছাত্রলীগের কামারগাঁ ইউপিতে ৬৩ সদস্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে তানোর উপজেলা ছাত্র লীগের সভাপতি এসকে সানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অত্র উপজেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অাব্দুল্লাহ অাল মামুন উপস্থিত ছিলেন।
এদিকে প্রধান বক্তা হিসেবে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে গঠন মুলক উপদেশ ও গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন প্রধান বক্তা তানোর উপজেলা যুবলীগের রাজা, সফল সংগঠক এবং দু বারের জনগনের নির্বাচিত জনপ্রিয় কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
অনুষ্ঠানে অারো যারা উপস্থিত ছিলেন তারা হলেন কামারগাঁ ইউনিয়ন অাওয়ামী লীগের সফল সভাপতি, ফজলে রাব্বি ফরহাদ, থানা মহিলা অা,লীগ সভানেত্রী সোনিয়া সরদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, তোফাজ্জল হোসেন তোফা, অা,লীগ নেতা অবসরপ্রাপ্ত সেনা (সার্জেন্ট) মনিরুল ইসলাম মনির, চেয়ারম্যান মসলেম উদ্দিন, সৈনিকলীগের জাহাঙ্গীর অালম, থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক, শাওন সহ অত্র ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অপরদিকে জানা গেছে কামারগাঁ ইউনিয়ন ছাত্রলীগের বর্ধিত সভাতে পুর্নাঙ্গ কমিটিও ঘোষনা করা হয়। এতে রাকিবুল ইসলাম রকিকে সভাপতি, লিটন মীরকে সাধারন সম্পাদক এবং অাকিবুল মৃধা অাকাশকে সাংগঠনিক সম্পাদক হিসেবে সর্ব সম্মতিতে প্রকাশ করা হয়েছে।
সরেজমিন দেখা গেছে প্রধান অতিথি অাব্দুল্লাহ অাল মামুন এবং প্রধান বক্তা লুৎফর হায়দার রশিদ ময়না তারা বলেন অাসন্ন ৩০শে জুলাই সিটিকর্পোরেশন নির্বাচনে এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে নৌকা প্রতীকের ভোট বৃদ্ধির জন্য সকলের প্রতি অাহব্বান জানিয়েছেন।