একেএম বাবু রাজশাহী প্রতিনিধি:-রাজশাহীর তানোরে পৌর বিএনপির অায়োজনে তালন্দ উচ্চবিদ্যালয় মাঠে সুন্দর ও মনোরম পরিবেশে দোয়া ও ইফতার মাহফিল গত ১১ জুন সোমবারে অনুষ্ঠিত হয়েছে। এতে পৌর বিএনপির সভাপতি বিশ্বনাথ সরকারের সভাপতিত্বে এবং অাব্দুর রশিদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মুনসুর রহমান।এদিকে প্রধান বক্তা হিসেবে ছিলেন রাজশাহী জেলা সহসভাপতি সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন।অন্যদের মধ্যে অারো যারা উপস্থিত ছিলেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক হযরত অালী, পৌর সাধারন সম্পাদক অারশাদ অালী, শরিয়তুল্লাহ, কামারগাঁ ইউনিয়ন বিএনপি সভাপতি খলিলুর রহমান খলিল, সাধারন সম্পাদক সুলতান অাহম্মেদ, ইলিয়াস কাঞ্চন, তোফাজ্জল হোসেন তোফা, অাব্দুল লতিব, অাবু সাঈদ, বাশারতুল্লাহ বাশার সহ পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উৎসব মুখর পরিবেশে উপস্থিত থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীর কথা জোরালো ভাবে তানোর উপজেলা ছাত্র দলের সভাপতি অাব্দুল মালেক তার বক্তব্যে উঠে এসেছে।