একেএম বাবু রাজশাহী প্রতিনিধি:-রাজশাহীর তানোরে কামারগাঁ ইউনিয়ন বিএনপির অায়োজনে নতুন কমিটি এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে দোয়া ও ইফতার মাহফিল গত রবিবার ছাঐড় এএইচএম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে? এতে তানোর উপজেলা ছাত্রদল সভাপতি অাব্দুল মালেকের পরিচালনায়,অাবুল হোসেন মেম্বারের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির উপদেষ্ঠা মুনসুর রহমান।এদিকে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ন বক্তব্য দিয়েছেন জেলা বিএনপি সহ সভাপতি, তানোর থানা সাধারন সম্পাদক, সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন।এছাড়া অন্যান্যদের মধ্যে অারো যারা উপস্থিত ছিলেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক, হযরত অালী,রাজশাহী জেলা বিএনপি সহ সভাপতি, শ্রী বিশ্বনাথ সরকার,পৌর বিএনপি সাধারন সম্পাদক, অারশাদ হোসেন,পৌর যুবদল সভাপতি অাব্দুল মান্নান,থানা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক, শরিয়তুল্লাহ, পৌর যুবদল জয়েন্ট সেক্রেটারি তোফাজ্জল হোসেন তোফা, অাব্দুর রশিদ সহ কামারগাঁ ইউপি সেচ্ছাসেবক দলের সভাপতি ইউনুফ অালী ও অত্র ইউনিয়নের সকল বিএনপির বিভিন্ন ওর্য়াড পর্যায়ের নেতা কর্মীরা নতুন ইউপি সভাপতি হিসেবে খলিলুর রহমান খলিলকে সভাপতি,সুলতান অাহম্মেদকে সাধারন সম্পাদক, এবং অাবু হেনাকে সাংগঠনিক সম্পাদক সর্ব মতামত দিতে সরেজমিনে প্রায় এক হাজার লোকের পবিত্র মাহে রমজানের ইফতার মাহফিলের অনুষ্ঠান দেখা গেছে।এবং ইউনিয়ন থানা, বিভিন্ন ওর্য়াড থেকে নেতা কর্মীরা কামারগাঁ ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে অাল্লাহর কাছে খালেদা জিয়ার মুক্তি কামনা করে দোয়া করেছেন উপস্থিত সকল নেতা কর্মীরা।