একেএম বাবু রাজশাহী প্রতিনিধি: রাজশাহী ১ অাসনের মধ্যে গুরুত্বপূর্ণ কলমা ইউনিয়নে সোমবার (২৫ জুন) চন্দন কোঠা গ্রামে তানোর গোদাগাড়ী অাসনের জনপ্রিয় (এমপি) এবং জেলা অাওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, এ এলাকার অসহায় নির্যাতিত, নিপিড়িত মানুষদের এক মাত্র অাস্থাভাজন জননেতা, অালহাজ্ব ওমর ফারুক চৌধুরীর বিশেষ বরাদ্দের প্রটেকশন ওয়াল ও ড্রেনের কাজ পরিদর্শন করেন তানোর উপজেলা যুবলীগের সভাপতি অত্র ইউনিয়ন পরিষদের দু’বারের নির্বাচিত চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
জানা গেছে, চন্দন কোঠা গ্রামে দুটি কাল ভার্ট এবং ১০০ মিটার প্রটেকশন ওয়াল ও ড্রেনের কাজের পরিদর্শন কালে চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার সাথে ছিলেন, অত্র এলাকার মেম্বার তাজিম উদ্দিন সহ স্থানীয় সাধারন জনগন, অা,লীগের নেতা কর্মীরা উৎসব মুখর পরিবেশে উপস্থিত ছিলেন বলে দলীয় নেতা কর্মীরা জার্মান বাংলা টোয়েন্টিফোর রাজশাহী প্রতিনিধিকে এ সব কথা জানিয়েছেন।
এদিকে সাধারন ভোটারেরা বলেছে অালহাজ্ব ওমর ফারুক চৌধুরী (এমপির) উন্নয়নে সবাই খুশি এবং তারা জোর গলাই সংবাদ কর্মীদের বলেছে তানোর গোদাগাড়ী রাজশাহী ১ অাসনে অাবারো বর্তমান এমপি, এমপি হিসেবে থাকলে অত্র এলাকাতে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে মতামত দিয়েছেন।
ময়না চেয়ারম্যান বলেছে এ এলাকা সহ রাজশাহী ১ অাসনে সব ধরনের কাজ জোর গতিতে উন্নয়ন চলছে? তিনি বলেছেন শেখ হাসিনার ডিজিটাল গঠন ২১ ভিশন বাস্তবায়ন করার জন্য তার নৌকা প্রতীক এবং ফারুক চৌধুরী এমপির হাতকে অারো শক্তের জন্য এ অঞ্চলের সকল নেতা কর্মীদের প্রতি অাহব্বান জানিয়েছেন ময়না চেয়ারম্যান।
জার্মানবাংলা২৪, প্রতিনিধি/এসআর